ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ স্মরণোৎসব উদ্বোধন

প্রকাশিত: ০৯:২৩, ৬ নভেম্বর ২০১৯

সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ স্মরণোৎসব উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে শুরু হয়েছে কবি গুরু রবীন্দ্রনাথ স্মরণোৎসব। ১৯১৯ সালের ৫ নবেম্বর সিলেটবাসীর আমন্ত্রণে ‘শ্রীভূমি’ সিলেটে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মঙ্গলবার তার সিলেট আগমনের শতবর্ষ পূরণকে স্মরণীয় করে রাখতে সিলেটে আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’- শীর্ষক অনুষ্ঠানমালা। মঙ্গলবার থেকে শুরু হয় এ উৎসবের মূল কর্মযজ্ঞ। বিকেল সাড়ে ৩টায় সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ প্রাঙ্গণে কবিগুরুর ম্যুরাল উন্মোচনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্মরণোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর পরিবেশিত হয় নৃত্য, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। উৎসবের দ্বিতীয় দিন বুধবার মাছিমপুর, এমসি কলেজ ও চৌহাট্টা সিংহবাড়িতে পৃথকভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সিংহবাড়িতে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। এছাড়া শতবর্ষী এমসি কলেজের বঙ্গবন্ধুর ম্যুরাল পাদদেশে সকাল ৯টায় শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা করার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন অতিথিরা। পরে কলেজের শিক্ষাবিদ মিলনায়তন কক্ষে সকাল সাড়ে নয়টায় শুরু হবে রবীন্দ্রনাথ ঠাকুর ও দক্ষিণ এশিয়া শীর্ষক সেমিনার। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত সেমিনার উদ্বোধন করবেন। দুই পর্বের বিদ্যায়তনিক অধিবেশন বাংলাদেশ ও ভারতের শতাধিক রবীন্দ্র গবেষক ও শিক্ষাবিদ অংশ নেবেন। এরপর ৭ ও ৮ নবেম্বর বিকেল ৪টা থেকে দু’দিন অনুষ্ঠান হবে সিলেট জেলা স্টেডিয়ামে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, এমএ মান্নান এমপি ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
×