ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় মোটরবাইকের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

প্রকাশিত: ০৯:১৫, ৬ নভেম্বর ২০১৯

সাতক্ষীরায় মোটরবাইকের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল ধাক্কায় পল্লী ডাক্তার শামীম আহমেদ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আহমেদ বকচরা গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে। জানা গেছে, বাইপাস সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন। গফরগাঁওয়ে শিক্ষক নিজস্ব সংবাদদাতা গফরগাঁও থেকে জানান, গফরগাঁওয়ে বেপরোয়া মোটরসাইকেলের চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষক মিজানুর রহমানের। এ ঘটনায় সাগর ও শাকিল নামে দুইজন আরহী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার রাত ১০টায় খান বাহাদুর ইসমাইল রোডের সরকারী কলেজ হোস্টেলের পাশে। জানা গেছে, মিজানুর রহমান সোমবার রাত ১০টার দিকে খানবাহাদুর ইসমাইল রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল মিজানুর রহমানকে চাপা দিয়ে উল্টে যায়। এ সময় শিক্ষক মিজানুর রহমান, মোটরসাইকেল আরোহী সাগর ও শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত ডাক্তার শিক্ষক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করে। মিজানুর রহমান উপজেলার ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। সে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মৃত বদর উদ্দিনের ছেলে। শিক্ষক মিজানুর রহমান প্রায় ৯ মাস আগে ওই বিদ্যালয়ে যোগদান করেন। কটিয়াদীতে মামলার আসামি নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কটিয়াদীর ভয়ঙ্কর ডাকু আল-আমিন (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে গচিহাটা-নিকলী সড়কের পাড়দিয়াকুল এলাকায় গাড়িচাপায় সে গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কটিয়াদী থানার ওসি এমএ জলিল জানান, উপজেলার করগাঁও উত্তর ভাট্টা গ্রামের নিহত আল-আমিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, গরু চুরিসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। সিলেটে পথচারী স্টাফ রিপোর্টার সিলেট অফিস জানান, বিয়ানীবাজারে বাসচাপায় তাজেল আহমদ (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চারখাই বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাজেল চারখাই জালালনগর এলাকার ইয়াছিন আলীর ছেলে। জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী যাত্রীবাহী বাস চারখাই বাজারে এসে একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। বেপরোয়া গতির বাসটি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারী তাজেল আহমদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
×