ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্রাফিক আইনবিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৯:১৩, ৬ নভেম্বর ২০১৯

ট্রাফিক আইনবিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সড়ক পরিবহন আইন-২০১৮ সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মশালা ও ট্রাফিক আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক মাহাবুবার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) জাহিদ সরোয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার, সেক্রেটারি সহিদুজ্জামান রাছেল, ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। ৭৫ শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ নবেম্বর ॥ জেলা পর্যায়ে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয়, দলগত দেশাত্মবোধক ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী। অনুষ্ঠানে বিজয় ফুল তৈরিসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী প্রায় ৭৫ জনের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও উপহার বিতরণ করেন।
×