ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনে ৬০ হরিণ শিকারি আটক

প্রকাশিত: ০৯:১২, ৬ নভেম্বর ২০১৯

সুন্দরবনে ৬০ হরিণ শিকারি আটক

নিজস্ব সংবাদদাতা, মোংলা, ৫ নবেম্বর ॥ রাস উৎসবকে টার্গেট করে সুন্দরবনে প্রবেশ করতে যাওয়া ৬০ জনের একটি হরিণ শিকারি চক্রকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার ভোরে চাঁদপাই রেঞ্জের মরা পশুর ক্যাম্প সংলগ্ন নন্দনবাল খাল থেকে এ চক্রকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ হরিণ শিকারের ফাঁদ, অবৈধ জাল এবং দা কুড়াল জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিন কবির মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জানান, বন বিভাগের নিয়মিত টহল দল অভিযান চালিয়ে চক্রটিকে ভোরে আটক করেছে। আটককৃতদের সকলের বাড়ি রামপাল উপজেলার গৌরম্ব ইউনিয়নে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। আগামী ১০ নবেম্বর দুবলার চরে রাস উৎসব। মূলত এই উৎসবকে টার্গেট করে এ চক্রটি সুন্দরবনে প্রবেশের চেষ্টা করছিল মন্তব্য করেন বন কর্তা শাহিন কবির।
×