ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৯:১১, ৬ নভেম্বর ২০১৯

নেত্রকোনায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ নবেম্বর ॥ সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে সোমবার সন্ধ্যায় ক্যারম খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত আমিরুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং হৃদয়, মোহন, মাসুম ও সাদ্দাম হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় কাঞ্চনপুর গ্রামের সাদ্দাম হোসেন ও মাসুমসহ কয়েক যুবক ক্যারম খেলছিল। এ সময় একই গ্রামের মোহন মিয়া ক্যারম খেলতে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় সুরুজ আলী বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মঙ্গলবার নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ হৃদয় মিয়া ও মোহন মিয়াকে সদর হাসপাতাল থেকে আটক করেছে। দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার ঘুষের টাকাসহ আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় অভিযান চালিয়ে জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিনকে ঘুষ গ্রহণের সময় আটক করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ থেকে তাকে আটক করে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, সদর উপজেলার বড়ইল গ্রামের সাইফুল আলীর স্ত্রী শাবানা খাতুন জেলা পরিষদের বাঙ্গিবেচা মৌজায় সাড়ে ৯ শতক জমি লিজ গ্রহণের জন্য আবেদন করেন। পরবর্তীতে জেলা পরিষদ জমিটি লিজ প্রদানের পক্ষে মতামত দেন। কিন্তু শাবানা খাতুনের কাছে জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিন ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দিলে তাকে উক্ত জমি লিজ প্রদান করা হবে না জানিয়ে দেন সার্ভেয়ার আল আমিন। শাবানা খাতুন বিষয়টি সমন্বিত জেলা দুদক অফিসে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে শাবান খাতুন জমির লিজ গ্রহণের ২০ হাজার টাকা ঘুষ প্রদান করলে সার্ভেয়ার আল আমিনকে ঘুষ গ্রহণের টাকাসহ আটক করা হয়।
×