ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:১১, ৬ নভেম্বর ২০১৯

ঝালকাঠিতে বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৫ নবেম্বর ॥ নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামে মঙ্গলবার সকালে নির্মাণাধীন একটি বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিক দবিরুল ইসলাম (২২) দিনাজপুরের বিরল উপজেলার পাকুরা গ্রামের হামিদুল ইসলামের পুত্র। টাওয়ার নির্মাণের ঠিকাদারি মেসার্স আল আরাফাত কোম্পানির ফোরম্যান ইসমাইল হোসেন জানান, পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের জন্য হাড়িখালী গ্রামে একটি বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজ চলছিল। সকালে দবিরুলসহ কয়েকজন শ্রমিক টাওয়ারের উপরের অংশে কাজ শুরু করে। এ সময় হঠাৎ একটি এলুমনিয়ামের পিলার ফসকে গিয়ে দবিরুল নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করে। বংশী নদীতে বালু উত্তোলন ॥ পাঁচ ড্রেজার ধ্বংস সংবাদদাতা, সাভার, ৫ নবেম্বর ॥ ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের টেটাইল ও বড় জেটাইল এলাকায় বংশী নদীর তীরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী হাকিম অন্তরা হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ বিষয়ে ধামরাই সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম অন্তরা হালদার জানান, উপজেলার টেটাইল ও বড় জেটাইল এলাকায় স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করে। জব্দকৃত ড্রেজার মেশিন আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়।
×