ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বারিতে ডাল ফসল চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা

প্রকাশিত: ০৯:১০, ৬ নভেম্বর ২০১৯

বারিতে ডাল ফসল চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘খেসারি, মাষকলাই ও ফেলন ডাল ফসল চাষের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাজীপুরে বারির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মশালায় বারির পরিচালক রইছ উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। বারির ডাল গবেষণা উপকেন্দ্রের উদ্যোগে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বাবু লাল নাগ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) হাবিবুর রহমান শেখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক এবং গাজীপুরের ডাল গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. ওমর আলী। গাইবান্ধায় ৬ গরু পুড়ে গেছে নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ নবেম্বর ॥ সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গঙ্গারডোবা গ্রামে সোমবার গভীররাতে আবুল হোসেন বেপারির ৬টি বিদেশী গরু“পুড়ে গেছে। জানা গেছে, আবুল হোসেন বেপারী দীর্ঘদিন থেকে বিদেশী গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু অগ্নিকাণ্ডে গরু পুড়ে যাওয়ায় সে দিশেহারা হয়ে পড়েছে। পুড়ে যাওয়া গরুর মধ্যে তিনটি শাহীওয়াল ও ২ ফ্রিজিয়ান ও ১টি দেশী। গোয়াল ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করা হচ্ছে।
×