ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৯:১০, ৬ নভেম্বর ২০১৯

প্রতিবাদ

গত ২১ অক্টোবর দৈনিক জনকণ্ঠে বাউফলে ৮ কোটি টাকা ওয়াকফ জমি দখল শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন, কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা। প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, ওয়াকফ জমিতে কয়লাভাঁটি ও বিপণিবিতান নির্মাণ করা হয়েছে তা সত্য। কিন্তু ওই কয়লাভাঁটি ও বিপণিবিতানের সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা নেই। তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সত্য নয়। বরং তার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। প্রতিবেদকের বক্তব্য তথ্য ও প্রমাণের ভিত্তিতেই সংবাদটি করা হয়েছে। বাউফলের সাবেক ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ জামানের অফিস রুমে স্থানীয় এমপি ও কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে কালাইয়া ইউপির চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ওই কয়লাভাঁটি ও বিপণিবিতানটি তার বলে স্বীকার করেছেন। এ ছাড়াও ওই কয়লাভাঁটিতে কর্মরত শ্রমিকরা মালিক হিসেবে তার নাম বলেছেন। যার প্রমাণ সংরক্ষিত আছে।
×