ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রদূতের বিড়ম্বনা

প্রকাশিত: ০৯:০৮, ৬ নভেম্বর ২০১৯

রাষ্ট্রদূতের বিড়ম্বনা

ইউক্রেন থেকে ফিরিয়ে আনা মার্কিন রাষ্টদূত অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পরোক্ষভাবে হুমকি দিচ্ছেন। মেরি ইয়োভানোভিৎস নামের সাবেক ওই রাষ্ট্রদূত এখন ট্রাম্পের ইমপিচমেন্ট তদন্তের কেন্দ্রে রয়েছেন। সোমবার তিনি প্রতিনিধি পরিষদে এ বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। ট্রাম্প ২৫ জুলাই টেলিফোন করে প্রেসিডেন্টকে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিষয়ে তদন্ত করতে বলেছিলেন। বিষয়টি নিয়ে কংগ্রেসের এখন ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের তদন্ত চলছে। -বিবিসি দুদিন ভাসমান থাকার পর ... ইজিয়ান সাগরে দু’দিন ভাসমান থাকার পর উদ্ধার হয়েছেন ৪৫ বছর বয়সী নাবিক কুশিলা স্টেইন। নিউজিল্যান্ডের নাগরিক কুশিলা একজন দক্ষ নাবিক। তিনি রবিবার গ্রিসের ক্রিট দ্বীপে অদূরে একটি বাতাসে ফোলান ডিঙ্গি নৌকা নিয়ে ভ্রমণ করার হঠাৎ হারিয়ে যান। তিনি প্রায দু’দিন নিখোঁজ অবস্থায় ছিলেন ছিলেন। এ সময় সামান্য কিছু খেয়ে তিনি জীবন রক্ষা করেন। গ্রিক কোস্টগার্ডের দীর্ঘ অনুসন্ধানের পর তার খোঁজ মেলে। -ইয়াহু নিউজ
×