ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বায়ু দূষণ নিয়ে পরস্পরকে কাদা ছোড়াছুড়ি নয়

প্রকাশিত: ০৯:০৫, ৬ নভেম্বর ২০১৯

বায়ু দূষণ নিয়ে পরস্পরকে কাদা ছোড়াছুড়ি নয়

নয়াদিল্লী ও কেন্দ্র সরকারকে ভর্ৎসনা করে আদালত বলেছে, তারা দূষণ মোকাবেলায় বাস্তবসম্মত কোন পদক্ষেপ নেয়ার চেয়ে বরং একে অপরের ওপর কেবল দায় চাপাচ্ছে। সুপ্রীমকোর্টের বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘প্রতি বছর দিল্লীর দমবন্ধ হচ্ছে এবং আমরা কিছুই করতে পারছি না। রাষ্ট্রযন্ত্র তৎপর হচ্ছে না... তারা কেবল একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। প্রত্যেকেই ভোট নিয়ে বেশি আগ্রহী।’ জানুয়ারির পর এই প্রথম নয়াদিল্লীতে দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ইন্ডিয়া টুডে। রবিবার সেখানকার বাতাসে গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৬২৫। একিউআই অনুযায়ী, ০ থেকে ৫০ ভাল। ৫১ থেকে ১০০ সন্তোষজনক। ১০১ থেকে ২০০ সাধারণ মানের। ২০১ থেকে ৩০০ খারাপ। ৩০১ থেকে ৪০০ খুব খারাপ। ৪০১ থেকে ৫০০ মারাত্মক খারাপ বলে ধরা হয়। সে হিসাবে বর্তমানে দিল্লীতে বায়ুদূষণ অতি বিপজ্জনক মাত্রাও ছাড়িয়ে গেছে। রাজধানী গ্যাস চেম্বারে পরিণত হওয়ার জন্য পাশের দুই রাজ্য পঞ্জাব ও হরিয়ানাকেই দূষেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কৃষকদের ফসলের নাড়া পোড়াতে বাধ্য করছে ওই দুই রাজ্য সরকার। তার জেরেই দিল্লীর এ শোচনীয় অবস্থা। কেজরিওয়াল সরকার দূষণ মোকাবেলায় প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিলেও এর আগ পর্যন্ত একে অপরকে দোষাদুষিই চলছিল। দিল্লী সরকারের ওপর কোন দায়িত্ব না রেখে সরাসরি কেন্দ্রীয় সরকারের ওপরই দোষ চাপাচ্ছিলেন কেজরিওয়াল। দিল্লীতে দূষণের জন্য দায় কার- কেন্দ্রের না দিল্লী সরকারের সে বিতর্ক বন্ধ করে বিপর্যস্ত দিল্লীর দিকে নজর দেয়ার জন্য কেন্দ্র ও রাজ্য উভয়কেই পরামর্শ দিয়েছে আদালত।
×