ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ জীববিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ১২:৫৮, ৫ নভেম্বর ২০১৯

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রধান শিক্ষক ডেমরা স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] (পূর্ব প্রকাশের পর) অধ্যায় - ৪ ॥ উদ্ভিদের বংশবৃদ্ধি ৭৬। যে ফলের ফলত্বক পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে কী বলে? উত্তর : নীরস ফল ৭৭। যে ফলের ফলত্বক পুরু এবং রসাল তাকে কী বলে? উত্তর : রসাল ফল ৭৮। আম, জাম, কলা ইত্যাদি কোন ধরনের ফল? উত্তর : রসাল ৭৯। শিম, ঢেঁড়স ও সরিষা কোন ধরনের ফল? উত্তর : নীরস ফল ৮০। একটি মঞ্জরীর সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে কী বলে? উত্তর : যৌগিক ফল ৮১। একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোঁটার উপর গুচ্ছাকারে থাকে তখন তাকে কী বলে? উত্তর : গুচ্ছ ফুল ৮২। চম্প, নয়নতারা ও আকন্দ কোন ধরনের ফল? উত্তর : গুচ্ছ ফল ৮৩। আনারস ও কাঁঠাল কোন ধরনের ফল? উত্তর : যৌগিক ফল ৮৪। বীজের সুঁচাল অংশের কাছে ছিদ্রকে কী বলে? উত্তর : মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র ৮৫। মাইক্রোপাইলের নিচের দিকের অংশকে কী বলে? উত্তর : ভ্রƒণমূল ৮৬। মাইক্রোপাইলের উপরের দিকের অংশকে কী বলে? উত্তর : ভ্রণকান্ড ৮৭। ভ্রƒণকান্ডের নিচের অংশকে কী বলে? উত্তর : বীজপত্রাধিকান্ড বা এপিকোটাইল ৮৮। ভ্রƒণমুকুলের উপরের অংশকে কী বলে? উত্তর : বীজপত্রাবকান্ড বা হাইপোকোটাইল ৮৯। ভ্রƒণমূল, ভ্রƒণকান্ড ও বীজপত্রকে একত্রে কী বলে? উত্তর : ভ্রƒণ ৯০। ভ্রƒণমূল, ভ্রƒণকান্ড ও বীজপত্রের বাইরের আবরণকে কী বলে? উত্তর : বীজত্বক
×