ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রিসে ফ্রিজিং গাড়ি থেকে ৪১ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

প্রকাশিত: ১২:১৬, ৫ নভেম্বর ২০১৯

গ্রিসে ফ্রিজিং গাড়ি থেকে ৪১ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ গ্রিসের উত্তরাঞ্চলে একটি ফ্রিজিং গাড়ি থেকে ৪১ জন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই অবৈধ পথে গ্রিসে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। সোমবার উত্তরাঞ্চলের জানথি শহরে নিয়মিত তল্লাশির সময় তাদের উদ্ধার করা হয়। এসব অভিবাসন প্রত্যাশীর বেশিরভাগই আফগানিস্তানের নাগরিক। খবর ওয়েবসাইটের। পুলিশ জানায়, উদ্ধারের সময় গাড়ির এসি বন্ধ ছিল। এরপরও তাদের বেশিরভাগই সুস্থ আছেন। কেবল সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সেফহোমে পাঠানো হয়েছে। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তারা। এর আগে গত ২৩ অক্টোবর যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির ফ্রিজিং কন্টেইনার থেকে ৩৯ ভিয়েতনামের নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছিল।
×