ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়ের অপেক্ষায় বাবর আজম

প্রকাশিত: ১২:০০, ৫ নভেম্বর ২০১৯

জয়ের অপেক্ষায় বাবর আজম

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে টি২০ সিরিজে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর নেতৃত্ব হারান সরফরাজ আহমেদ। নতুন অধিনায়ক বাবর আজমকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে পাকিস্তান। টি২০ ‘অধিনায়ক’ হিসেবে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। ৩৮ বলে করেছেন অপরাজিত ৫৯। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় ১৫ ওভারে ৫ উইকেটে মাত্র ১০৭ রান তোলে পাকিস্তান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৫ ওভারে ১১৯। অধিনায়ক এ্যারন ফিঞ্চের ব্যাটিং তা বে ৩.১ ওভারেই তারা ৪১ রান তুলে ফেলে কোন উইকেট না হারিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচ। সিরিজটা এখন তাই দুই ম্যাচের। ক্যানবেরায় আজ বাংলাদেশ সময় দুইটায় শুরু দ্বিতীয় ম্যাচ। পাকিস্তান টি২০ অধিনায়ক বলেন, ‘সর্বোপরি প্রথম ম্যাচে আমাদের ব্যাটিং ভাল হয়নি। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাই। একটা জয় পরিবেশ পরিস্থিতি বদলে দিতে পারে। আমরা সেটির অপেক্ষায় আছি।’ কেবল টি২০ নয়, ওই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হয়েছে বাবরের। বাড়তি দায়িত্বও টলাতে পারেনি টি২০ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানকে। দলের অর্ধেকের বেশি রান করেছেন। ৩৯ বলের ইনিংসে চার ছিল ৫টি, ছয় ২টি। টি২০তে এ পর্যন্ত ২১ দেখায় ১২ জয়ে এগিয়ে পাকিস্তান। ২০১০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র টি২০তে অবশ্য সফরকারীরা হেরেছিল ২ রানে। উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে এখন পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথমটিতে সহজ জয় পেয়েছে ইয়ন মরগানের দল। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ১-১এ সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। কোহলি-রোহিতের ইঁদুর দৌড় খেলা স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড নিয়ে দুই ভারতীয় তারকা বিরাট কোহলি আর রোহিত শর্মার মধ্যে ইঁদুর দৌড় খেলাটা ভালই চলছে। এক সিরিজে কোহলি এগিয়ে যাচ্ছেন তো পরের সিরিজেই রোহিত। এমনকি ম্যাচ বাই ম্যাচেও হাত বদল হচ্ছে তাদের এই রেকর্ড! বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলছে ভারত। নিয়মিত অধিনায়ক কোহলির বিশ্রামে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। প্রথম ম্যাচে ব্যক্তিগত ৯ রানে আউট হওয়ার পথে ৭ রান করে টি২০তে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রোহিত। ৯৯ ম্যাচে তার রান এখন ২৪৫২। ৭২ ম্যাচে ২৪৫০ রান নিয়ে দ্বিতীয় স্থানে কোহলি। আন্তর্জাতিক টি২০তে তৃতীয় সর্বোচ্চ ২৩২৬ রানের মালিক নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। ৮০ ম্যাচ খেলে এ রান করেন তিনি। সেরা পাঁচে পরের দুটি স্থানে যথাক্রমে শোয়েব মালিক ও ব্রেন্ডন ম্যাককুলাম। ১১১ ও ৭১ ম্যাচে তাদের রান ২২৬৩ ও ২১৪০। এর মধ্যে ম্যাককুলাম অবসর নিয়েছেন ২০১৫ সালে। রোহিত এদিন আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি ৯৯টি টি২০ খেলেছেন তিনি। পেছনে ফেলেছেন গ্রেট মহেন্দ্র সিং ধোনিকে। বিশ্বজয়ী অধিনায়ক খেলেছেন ৯৮টি টি২০। আর রোহিতের সমান ৯৯ ম্যাচ খেলেছেন সাবকে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। দু’জনই এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
×