ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিভীষিকাময় এক রাত গোমেজের

প্রকাশিত: ১২:০০, ৫ নভেম্বর ২০১৯

বিভীষিকাময় এক রাত গোমেজের

স্পোর্টস রিপোর্টার ॥ জীবনের ভয়ঙ্কর এক রাত দেখলেন আন্দ্রে গোমেজ। যে রাত ওলট-পালট করে দিল এভারটনের পর্তুগীজ মিডফিল্ডারের জীবন। রবিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে পায়ে মারাত্মক আঘাত পান ২৬ বছর বয়সী এই ফুটবলার। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভবিষ্যতে আর মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। স্পার্সের দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিনের সঙ্গে সংঘর্ষেই এমন বিপত্তি। ওই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে সনকে। গোমেজের ওই ইনজুরি দেখে সন নিজেও স্তম্ভিত হয়ে পড়েন। কিছুতেই নিজের এমন আচরণ যেন মেনে নিতে পারছিলেন না তিনি। যদিওবা ঘটনাটা একেবারেই অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। তবে এভারটন-টটেনহ্যামের ফলাফল ছাড়িয়ে আলোচনায় উঠে আসে গোমেজের ভয়াবহ দুর্ঘটনা। ম্যাচের শেষে এভারটনের কোচ বলেন, ‘এটি দল বা গ্রুপ হিসেবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক মুহূর্ত। এই মুহূর্তে ফুটবলকে ছাপিয়ে সনের অবস্থাটিই বেশি গুরত্বপূর্ণ হয়ে উঠেছে।’ ম্যাচ শুরুর ঘণ্টা পার হওয়ার মুহূর্তেই গোল করে স্পার্সদের এগিয়ে দিয়েছিল ডেলে আলি। স্পার্শ তারকা আলির মতে, ‘লাল কার্ড দেখা সন নিজেও গোমেজের এমন অবস্থা দেখে কেঁদে ফেলেন। আসলে সেখানে তার একক কোন দোষ ছিল না। সন চমৎকার খেলোয়াড়দের একজন। এই ঘটনায় সে মাথা তুলে পর্যন্ত তাকাতে পারেনি। সে কান্নায় একেবারেই ভেঙ্গে পড়েছে।’ সাবেক বার্সিলোনা তারকা ২৬ বছর বয়সী গোমেজের ডান পায়ের গোড়ালি ভেঙ্গে যাওয়ার বিষয়টি এভারটনও নিশ্চিত করেছে। সোমবার তার অস্ত্রোপচার হওয়ার কথাও নিশ্চিত করেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। তারা জানায়, ‘এভারটন নিশ্চিত করে জানাতে চায় যে টটেনহ্যামের বিপক্ষে খেলার সময় চোট পাওয়া আন্দ্রে গোমেজের পায়ে সোমবার অস্ত্রোপচার করানো হবে। তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানোর পর দেখা গেছে যে আঘাতের কারণে তার ডান পায়ের গোড়ালি উল্টে গেছে।’ টটেনহ্যামের কোচ মাউরিসিও পোচেত্তিনো বলেন, ‘আমরা দুঃখিত। পরিস্থিতিটি সত্যিই খুব খারাপ হয়েছে। ওই সময় তিনি যেভাবে পড়ে গেছেন তা আসলেই দুর্ভাগ্যজনক।’ দিনের আরেক ম্যাচে রবিবার লিচেস্টার সিটি ২-০ গোলে পরাজিত করেছে ক্রিস্টাল প্যালেসকে।
×