ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগে রাজ্জাকের ১২ উইকেটে জয়ের পথে খুলনা

তিন দিনেই জয় ঢাকা মেট্রো, সিলেটের

প্রকাশিত: ১১:৫৯, ৫ নভেম্বর ২০১৯

তিন দিনেই জয় ঢাকা মেট্রো, সিলেটের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে তিনদিনেই ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো ও সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের মাঠে ইনিংস ও ৬৪ রানে স্বাগতিক চট্টগ্রাম বিভাগকে হারিয়ে দেয় ঢাকা মেট্রো। আর কক্সবাজারের মূল ভেন্যুতে বরিশাল বিভাগকে ইনিংস ও ৩২ রানে হারিয়েছে সিলেট বিভাগ। প্রথম স্তরে জয়ের সুবাস পাচ্ছে খুলনা বিভাগ, অপর ম্যাচে ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগের ম্যাচ জমে উঠেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট শিকার করেছেন। কক্সবাজারের একাডেমিতে তিন সেঞ্চুরিতে ঢাকা ৭ উইকেটে ৪৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণার পর ইনিংস পরাজয় এড়াতে লড়ছে রাজশাহী। প্রথম স্তর ॥ খুলনা-রংপুর ম্যাচ (মিরপুর) ॥ রংপুর দ্বিতীয় দিনশেষে ৪ উইকেটে ৬৭ রান তুলেছিল দ্বিতীয় দিনশেষে। তৃতীয় দিন তাদের ইনিংস গুটিয়ে যায় ২১১ রানে। নাসির হোসেন ১৩৬ বলে ৫ চার, ১ ছক্কায় ৭৬ ও আরিফুল হক ১৩৪ বলে ৩ চারে ৫৮ রান করাতেই ২০২ রানের লিড পায় তারা। প্রথম ইনিংসে ৬৯ রানে ৭ উইকেট নেয়া রাজ্জাক দ্বিতীয় ইনিংসে ৭১ রানে ৫ উইকেট নিয়েছেন। ২০৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিনশেষে ৫ উইকেটে ১৩০ রান করা খুলনা জয় থেকে এখন মাত্র ৭৩ রান দূরে। রংপুরের হয়ে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দি শুভ। স্কোর ॥ রংপুর প্রথম ইনিংস- ২২৪/১০; ৮১.১ ওভার (নাসির ৪০, সোহরাওয়ার্দি ৩৪; রাজ্জাক ৭/৬৯, মেহেদী ২/৫৪) ও দ্বিতীয় ইনিংস- ২১১/১০; ৭৬.৫ ওভার (নাসির ৭৬, আরিফুল ৫৮; রাজ্জাক ৫/৭১, মেহেদী ৩/৩০)। খুলনা প্রথম ইনিংস- ২৩৩/১০; ৭১ ওভার (মেহেদী ১১৯, রুবেল ৩৬; রবিউল ৫/৪১) ও দ্বিতীয় ইনিংস- ১৩০/৫; ৩৮ ওভার (বিজয় ৩৪, মেহেদী ৩০*, জিয়াউর ৩০*; সোহরাওয়ার্দি ৪/২৭)। *তৃতীয় দিনশেষে। ঢাকা-রাজশাহী ম্যাচ (কক্সবাজার একাডেমি) ॥ দ্বিতীয় দিনশেষে ৪ উইকেটে ২৮৪ রান নিয়ে ঢাকা বিভাগ প্রথম ইনিংস ৭ উইকেটে ৪৭৫ রানে ইনিংস ঘোষণা করে। ইনিংসে তিনটি সেঞ্চুরি হয়। তাইবুর রহমান ১৮০ বলে ১০ চার, ১ ছক্কায় ১০২, শুভাগত হোম ১৮৬ বলে ৮ চার, ১ ছক্কায় ১০৪ রান করে সাজঘরে ফেরেন। তবে নাদিফ চৌধুরী বিধ্বংসী ব্যাটিং করে ১৩৮ বলে ৭ চার ৭ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। সুমন খানও ৬৬ বলে ৫ চার, ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। সানজামুল ইসলাম নেন ৪ উইকেট। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭৭ রান তুলে ইনিংস পরাজয়ের মুখে পড়া রাজশাহী পিছিয়ে আছে ১৬৮ রানে। স্কোর ॥ রাজশাহী প্রথম ইনিংস- ২৩০/১০; ৮৬.১ ওভার (শান্ত ৫৬, মুক্তার ৫৬; সুমন ৩/৪৩, শুভাগত ৩/৫৭) ও দ্বিতীয় ইনিংস- ৭৭/৩; ৪২ ওভার (জুনায়েদ ৪১*, শান্ত ১৭*; নাজমুল ২/১৭)। ঢাকা প্রথম ইনিংস- ৪৭৫/৭ ডিক্লে.; ১৩৬.১ ওভার (শুভাগত ১০৪, তাইবুর ১০২, নাদিফ ১০১*, সুমন ৫০*; সানজামুল ৪/১৬২, ফরহাদ ২/৪১)। *তৃতীয় দিনশেষে। দ্বিতীয় স্তর ॥ ঢাকা মেট্রো-চট্টগ্রাম ম্যাচ (চট্টগ্রাম) ॥ ফলোঅনে পড়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে ৯৬ রান তুলেছিল। তৃতীয় দিন তারা ২৪৮ রানেই গুটিয়ে যায়। ইয়াসির আলী ১০০ বলে ৭ চার, ১ ছক্কায় ৬৬ ও পিনাক ঘোষ ১০৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৭ রান করেছিলেন। বরিশালের শহীদুল ইসলাম ৪ উইকেট নেন। তারা প্রথম জয় তুলে নিয়েছে ইনিংস ও ৬৪ রানে। স্কোর ॥ ঢাকা মেট্রো প্রথম ইনিংস- ৪০৩/১০; ১০৮.৪ ওভার (সাদমান ১৭৮, আল আমিন ৮৩; হাসান ৩/৭২)। চট্টগ্রাম প্রথম ইনিংস- ৯১/১০; ৩০.৫ ওভার (সাদিকুর ২২; শরিফুল্লাহ ৪/৩০, তাসকিন ৩/৩৪) ও দ্বিতীয় ইনিংস- (ফলোঅন); ২৪৮/১০; ৮০.২ ওভার (ইয়াসির ৬৬, পিনাক ৫৭, তাসামুল ৩৯; শহীদুল ৪/২৯)। ফল ॥ ঢাকা মেট্রো ইনিংস ও ৬৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ সাদমান ইসলাম অনিক (ঢাকা মেট্রো)। বরিশাল-সিলেট ম্যাচ (কক্সবাজার মূল ভেন্যু) ॥ ফলোঅনে পড়া বরিশাল ম্যাচের দ্বিতীয় দিনেই চাপের মুখে পড়ে ১ উইকেটে ১২ রান তুলে। তৃতীয় দিন তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১২৮ রানে। সোহাগ গাজী ৩৭ ও শাহরিয়ার নাফিস ৩২ রান করেন। সিলেটের পক্ষে নাসুম আহমেদ ৪টি ও এবাদত হোসেন ৩টি উইকেট নেন। দ্বিতীয় জয় পায় সিলেট ইনিংস ও ৩২ রানে। বরিশাল প্রথম ইনিংস- ১৬২/১০; ৫৭.১ ওভার (নুরুজ্জামান ৪০; এবাদত ৫/৩৬, নাসুম ৩/৫৭) ও দ্বিতীয় ইনিংস- ১২৮/১০; ৪৫.১ ওভার (গাজী ৩৭, নাফিস ৩২; নাসুম ৪/৫, এবাদত ৩/২৮)। সিলেট প্রথম ইনিংস- ৩২২/১০; ১১৩.১ ওভার (শানাজ ৭৩, জাকির ৫৩, ইমতিয়াজ ৪৮; মনির ৩/৬৯)। ফল ॥ সিলেট ইনিংস ও ৩২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ এবাদত হোসেন (সিলেট বিভাগ)।
×