ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ের লক্ষ্যে মাঠে নামছে লিভারপুল ও বার্সিলোনা

প্রকাশিত: ১১:৫৯, ৫ নভেম্বর ২০১৯

জয়ের লক্ষ্যে মাঠে নামছে লিভারপুল ও বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল মাঠে নামছে দুই জায়ান্ট বার্সিলোনা ও লিভারপুল। স্প্যানিশ ও ইংলিশ পরাশক্তিরা আজ রাতে নিজ নিজ মাঠে খেলবে। ‘ই’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ এ্যানফিল্ডে বেলজিয়ামের ক্লাব জেঙ্কের বিরুদ্ধে খেলবে স্বাগতিক লিভারপুল। গ্রুপের আরেক ম্যাচে শীর্ষে থাকা নেপোলির বিরুদ্ধে লড়বে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবার্গ। ‘এফ’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ ন্যুক্যাম্পে বার্সিলোনার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগে। গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। বর্তমানে এই গ্রুপে তিনটি করে ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। এর মধ্যে দু’টিতে জয় ও একটিতে ড্র। আজ জিতলে শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে যাবেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। লা লিগার সবশেষ ম্যাচে অবশ্য বাজেভাবে হেরেছে কাতালানরা। এই হারে বেশ চাপে আছে দলটি। তবে ইউরোপ সেরার লড়াইয়ে জয় ছাড়া কিছুই ভাবছেন না দলটির আর্নেস্টো ভালভার্ডে। তবে স্লাভিয়াকে সমীহ করছেন তিনি। প্রাগে দু’দলের প্রথম লেগের লড়াইয়ে প্রতিপক্ষের আত্মঘাতীর সৌজন্যে ২-১ গোলে জিতেছিল বার্সা। ফিরতি লেগে মাঠে নামার আগে তাই বার্সা বস ভালভার্ডে বলেন, প্রথম লেগে আমরা তাদের মাঠে খুব একটা ভাল করতে পারিনি। স্বাগতিকরা বেশ ভাল খেলেছিল। তবে নিজেদের মাঠে আমরা আরও ভাল করতে চাই। আশা করছি লা লিগার পারফর্মেন্স এখানে প্রভাব ফেলবে না। সবাই জয় পেতে মুখিয়ে আছে। কারণ জয়টি আমাদের পরবর্তী ধাপে এগিয়ে নিতে কার্যকরী ভূমিকা রাখবে। প্রথম লেগে নিজেদের মাঠে ইন্টার ২-০ গোলে হারায় ডর্টমুন্ডকে। ফিরতি লেগে তাই জার্মান ক্লাবটির প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ। এ লক্ষ্যেই মাঠে নামছে দলটি। ‘ই’ গ্রুপে বেশ দাপুটে পারফর্মেন্স প্রদর্শন করে চলেছে ইতালিয়ান ক্লাব নেপোলি। দলটি এখন পর্যন্ত অপরাজিত আছে। তিন ম্যাচের দু’টিতে জয় ও একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাব। সমান ম্যাচে দু’টিতে জয় ও একটিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নিজেদের সর্বশেষ ম্যাচে জেঙ্কের বিরুদ্ধে ৪-১ গোলের বড় জয় পায় দ্য রেডসরা। প্রতিপক্ষের মাঠে পাওয়া ওই জয়ে আত্মবিশ্বাস আরও ভারি হওয়া দলটি এবার চেনা পরিবেশে মাঠে নামছে। নেপোলির কাছে ২-০ গোলে হার দিয়ে এবার মিশন শুরু করা লিভারপুল পরের দুই ম্যাচেই পেয়েছে দাপুটে জয়। এবার তাদের লক্ষ্য টানা তিন জয়। দলটির কোচ জার্গেন ক্লপ বলেন, আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। এখনও নকআউট রাউন্ডে খেলা নিশ্চিত হয়নি।
×