ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে মেয়েদের ইতিহাস

প্রকাশিত: ১১:৫৯, ৫ নভেম্বর ২০১৯

পাকিস্তানকে হারিয়ে মেয়েদের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ পরপর দুই দিন বড় দুটি সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। আগের দিন দিল্লীতে ভারতকে হারিয়েছেন মুশফিকুর রহীম-মাহমুদুল্লাহ রিয়াদরা। যেটি ভারতের বিপক্ষে টি২০তে বাংলাদেশের প্রথম জয়। সোমবার মেয়েরা জিতল পাকিস্তানে। সর্বোপরি পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের ছেলে কিংবা মেয়েদের প্রথম জয় এটিই। সফরে বাংলাদেশ নারী দল জয়ের দেখা পাচ্ছিল না একদমই। তিন ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর হেরেছিল প্রথম ওয়ানডেতেও। তবে সফরটা জয় দিয়েই শেষ করল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে রুমানা আহমেদের দল। দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রুমানা ও সালমা খাতুনের বোলিং তোপের মুখে পড়ে ৪৮.৪ ওভারে ২১০ রানে অলআউট হয় পাকিস্তান। সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার নাহিদা খান। এছাড়া ৩৬ ও ৩৪ রান করে করেন আলিয়া রিয়াজ ও অধিনায়ক বিসমাহ মারুফ। বাংলাদেশ দলের হয়ে রুমানা ৩ আর সালমা ২ উইকেট শিকার করেন। টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে এক বল হাতে রেখে ১ উইকেটে জয় পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৬৭ রান করেন ফারজানা হক। এছাড়া ৪৪ রান করেন ওপেনার মুরশিদা খাতুন। ম্যাচসেরা হয়েছেন ফারজানা।
×