ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোরিয়া থেকে ফিরে অনুশীলনে ব্যস্ত ভারোত্তোলক মাবিয়া

এসএ গেমসের প্রস্তুতি ক্যাম্পে নেই স্প্রিন্টার মেজবাহ

প্রকাশিত: ১১:৫৮, ৫ নভেম্বর ২০১৯

এসএ গেমসের প্রস্তুতি ক্যাম্পে নেই স্প্রিন্টার মেজবাহ

রুমেল খান ॥ টানা সাতবারের দেশসেরা স্প্রিন্টার মেজবাহ আহমেদ সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রস্তুতি ক্যাম্পে নেই! এ নিয়ে এ্যাথলেটিক্স অঙ্গনে গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে তাতে থোড়াই কেয়ার বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের। তারা সাফ জানিয়ে দিয়েছে, বাজে ফর্মের কারণেই মেজবাহকে এসএ গেমসের ক্যাম্পে ডাকা হয়নি। এর মধ্যে অন্য কিছু খোঁজার চেষ্টা করাটা শোভনীয় হবে না। তবে সামার মিটে নিজেকে আবারও প্রমাণ করতে পারলে তাকে ঠিকই বিবেচনায় আনা হবে, এমন আশার কথাও শুনিয়েছে ফেডারেশন। ২০১১ থেকে ২০১৭, টানা সাত বছর ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। দেশসেরা স্প্রিন্টার হিসেবে রিও অলিম্পিক, বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ছাড়াও কমনওয়েলথ ও এসএ গেমসে নিয়মিত দেশের পতাকা হাতে দেখা গেছে বাংলাদেশ নৌ বাহিনীর এই গতি তারকাকে। কিন্তু গত দুই বছরের ছন্দপতনে আসছে ডিসেম্বরে এসএ গেমসে তার অংশগ্রহণই অনিশ্চিত। এসএ গেমসকে সামনে রেখে বিকেএসপিতে চলছে এ্যাথলেটদের অনুশীলন। ট্র্যাক এ্যান্ড ফিল্ডের নানা ডিসিপ্লিনের জন্য প্রায় ৩০ জনের ক্যাম্পে নেই মেজবাহ। সাম্প্রতিক বাজে ফর্মই তার কারণ। তবে সামার মিটে ভাল করে আবারও ক্যাম্পে ফেরার সুযোগ আছে বলছে ফেডারেশন। এদিকে ঢাকা ফিরেই এসএ গেমসের ক্যাম্পে ব্যস্ত মাবিয়া আক্তার সীমান্ত। এশিয়ান জুনিয়র ভারোত্তোলনে দুই রৌপ্য ও এক তা¤্রপদক জিতে উত্তর কোরিয়া থেকে ঢাকা ফিরেই এসএ গেমসের ক্যাম্পে ব্যস্ত হয়ে পড়েছেন সীমান্ত। তিন পদকই ৭১ কেজি ওজন শ্রেণীতে জিতে পিয়ংইয়ং থেকে ফিরেছেন এই নারী ভারোত্তোলক। শেষ দুই আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের পারফর্মেন্সে যে পরিবর্তন লক্ষ্য করেছেন, তাতে আসন্ন এসএ গেমসের জন্য স্বপ্ন বাঁচিয়ে রাখতে বলছেন আগের আসরের স্বর্ণকন্যা। সেপ্টেম্বরে থাইল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অক্টোবরে উত্তর কোরিয়ায় এশিয়ান জুনিয়র। পিয়ংইয়ংয়ে জিতেছেন দুই রৌপ্য, এক ব্রোঞ্জ। এসএ গেমসের আগে দুই আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেকে ঝালিয়ে নিলেন আগের আসরের স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত। পিয়ংইয়ংয়ে থাকার সময়ই পেয়েছেন সুখবর। ২০১৬ এস গেমসে সোনা জেতার কীর্তির জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্ল্যাটের মালিকানা বুঝে নিয়েছেন মাবিয়ার বাবা। পরবর্তী আসরে দায়িত্ব বেড়েছে এই নারী ভারোত্তোলকের। আর গত শনিবার ঢাকা পৌঁছে পরদিন সকালেই ফেডারেশনের জিমনেশিয়ামে হাজির হয়েছেন মাবিয়া। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রধানমন্ত্রী পালন করেছেন, এখন আমার দায়িত্ব তাকে তার প্রতিশ্রুতি ফিরিয়ে দেয়া।’ পিয়ংইয়ং যাওয়ার আগে নিজের সঙ্গে যে চ্যালেঞ্জ নিয়েছিলেন মাবিয়া, তৃপ্ত হয়েছেন পারফর্মেন্সের উন্নতিতে। শেষ দুই টুর্নামেন্টই ছিল অলিম্পিক বাছাইয়ের অংশ। এখনও বাকি আরও পথ। অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে বরাবর সোচ্চার মাবিয়া টুর্নামেন্ট কেন্দ্রিক নয়, ক্যাম্প চান সারাবছর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ফাইনাল চ্যালেঞ্জ আমি নেপালে করব। এর আগের পারফর্মেন্সগুলো থেকে আরও কিছু করার চেষ্টা করব।’ নিজের ওপর আস্থা রাখছেন মাবিয়া। নেপাল মিশনে সরাসরি স্বর্ণের প্রতিশ্রুতি না দিলেও স্বপ্নের সিঁড়ি বেয়ে আরও ওপরে উঠতে চান।
×