ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের ফুটবলে যোগ হচ্ছেন আরেক প্রবাসী তারিক

প্রকাশিত: ১১:৫৮, ৫ নভেম্বর ২০১৯

দেশের ফুটবলে যোগ হচ্ছেন আরেক প্রবাসী তারিক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন অনেকবারই বলেছেন, ফুটবলকে প্রথমে এশীয় মানে এবং পরে বিশ্বমানে নিয়ে যাওয়াই তার লক্ষ্য। ২০২২ কাতার বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ খেলবে, এটাও তার স্বপ্ন ছিল। যদিও সেই স্বপ্ন এখন সুদূর পরাহত। জাতীয় দলের শক্তি বাড়ানোর জন্য বিশ্বের অনেক দেশেই ভিনদেশী ফুটবলারদের দলভুক্ত করার নজির আছে। বাংলাদেশও একবার এ পথে হাঁটার চেষ্টা করেছিল। কিন্তু নানা জটিলতায় তা আর হয়নি। তবে এক্ষেত্রে তারা বিকল্প একটি পন্থা অবলম্বনও করেছিল জাতীয় দলের সাবেক দুই ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফ এবং রেনে কোস্টারের মাধ্যমে, সেই ২০১৩ সালে। সেটি হলো বাংলাদেশী বংশোদ্ভুত দক্ষ ও কুশলী ফুটবলার দলে নেয়া। সেজন্য ইন্টারনেটে এ জাতীয় বিজ্ঞপ্তিও দেয়া হয় বাফুফের তরফ থেকে। এর প্রেক্ষাপটে চার ফুটবলার যোগাযোগ করেন। আর হলেনÑ অস্ট্রেলিয়ার আনন্দ রহমান, ডেনমার্কের জামাল ভূঁইয়া, জার্মানির রিয়াসত খাতন এবং যুক্তরাষ্ট্রের ফারহান খান। এদের কেউ প্রশিক্ষণের চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং ক্যাম্প ছেড়ে চলে যান, কেউ ইনজুরি নিয়ে এসে বাদ পড়েন। টিকে যান জামাল ভূঁইয়া। জামাল এসেই আলোড়ন সৃষ্টি করেন। কুশলী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। কয়েক বছর পরেই বনে যান জাতীয় দলের অধিনায়কও। অনেকেই আক্ষেপ করেছিলেন জামালের মতো আরও কয়েক বাংলাদেশী বংশোদ্ভুত ফুটবলার পাওয়া গেলে জাতীয় দলের শক্তি আরও কয়েকগুণ বৃদ্ধি পেত। বাফুফে কম চেষ্টা করেনি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একজনকে পাওয়া গেছে। তবে বাফুফে পায়নি। পেয়েছে দেশীয় ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবটির সঙ্গে চুক্তি প্রক্রিয়া প্রায় সম্পন্ন হতে যাচ্ছে ১৯ বছর বয়সী ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজীর। রাইট ব্যাক পজিশনে খেলা তারিক এখনই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন বলে মনে করেন বসুন্ধরা ক্লাব সংশ্লিষ্টরা। তারিক কাজী ইতোমধ্যেই খেলে ফেলেছেন ফিনল্যান্ডের অনুর্ধ-১৭, ১৮ ও ১৯ দলে। এখন খেলছেন নিজের জন্মস্থান ট্যাম্পেরে শহরের ক্লাব ইলভেস ট্যাম্পেরেতে। ফিনল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল ক্লাব এটি। এ ক্লাবের হয়ে গত বছর ইউরোপা লীগের বাছাইপর্বে একটি ম্যাচও খেলেছেন। আগামী ডিসেম্বরেই ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আর এই সুযোগটিই নিয়েছে বসুন্ধরা কিংস। কাজীকে ভিড়িয়ে নিতে যাচ্ছে নিজেদের তাঁবুতে। তারিকের বাবার দেশের বাড়ি নওগাঁয়। এই সূত্রে শৈশব থেকেই সেখানে যাতায়াত আছে তারিকের। এই সুযোগেই তারিকের সন্ধান পায় কিংসরা। বাংলাদেশী পাসপোর্ট এখনও হাতে না পেলেও এই সপ্তাহের মধ্যেই তা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি ইমরুল হাসান। এর পরেই তারিকের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে প্রিমিয়ার লীগের শিরোপাধারী এই ক্লাবটি। ইতোমধ্যেই বসুন্ধরার সঙ্গে একটি ট্রায়াল সেশনও করেছেন তারিক। সেখানে তার ফুটবল-স্কিল দেখে মুগ্ধ হয়েছেন ক্লাবের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। যদি বসুন্ধরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তারিক, তাহলে ঘরোয়া ফুটবল তারিকের খেলা নিশ্চয়ই চোখে পড়বে বাংলাদেশ জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডের। ফলে আশা করা যেতেই পারে, জেমিকেও মুগ্ধ করে লাল-সুবজ জার্সি অচিরেই নিজের গায়ে জড়িয়ে নিতে পারবেন তারিক। এর ফলে জাতীয় দলের শক্তিমত্তা যে বেড়ে যাবে বহুলাংশে এবং উপকৃত হবে দল, তাতে কোন সন্দেহের অবকাশ নেই।
×