ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে জমি অধিগ্রহণের ১৭ কোটি টাকা হস্তান্তর

প্রকাশিত: ১১:৫০, ৫ নভেম্বর ২০১৯

বাগেরহাটে জমি অধিগ্রহণের ১৭ কোটি টাকা হস্তান্তর

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘কোন প্রকার হয়রানি, দালালি বা ঘুষ ছাড়াই বাড়ি থেকে ডেকে এনে ক্ষতিপূরণের চেক আমাদের দেয়া হচ্ছে, এতটা আমরা আশাও করতে পারিনি।’ সোমবার দুপুরে উন্নয়ন প্রকল্পে জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক গ্রহণকালে অভিব্যক্তি প্রকাশের সময় এ কথা বলেন, রামপালের বামুনডহর মৌজার মুসলিমা বেগম। প্রায় অনুরূপ কথা বলেন, শিউলী বেগম, দুলাল ডাকুয়া, এশারাত মালুঙ্গীসহ সকলে। তারা খান জাহান আলী বিমান বন্দর, খুলনা-মংলা রেল প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণের চেক গ্রহণ করেন। এ নিয়ে বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ১৭ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। সচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত জন-উন্নয়নই এ সরকারের লখ্য উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে, এসডিজি অর্জনে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাস, মাদক ও দুর্নীতির শেকড় ওপড়ে ফেলতে তিনি সকলকে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান। ঘুষ, হয়রানি, দালালি ছাড়া ক্ষতিপূরণের চেক যথাযথ হস্তান্তর করায় তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। বক্তব্য দেন, এসপি পঙ্কজ চন্দ্র রায়, সিএস ডাঃ জিকেএম শামছুজ্জামান, এডিসি শাহিন হোসেন, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, সরদার নাসির উদ্দীন, এলও আলীমুজ্জামান মিলন, পিএস ফিরোজুল ইসলাম, সাংবাদিক বাবুল সরদার প্রমুখ।
×