ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘাতক যখন নিজ কন্যা !

প্রকাশিত: ১১:৪৯, ৫ নভেম্বর ২০১৯

ঘাতক যখন নিজ কন্যা !

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের চাঁনতারা বেগমকে (৪৫) গলাকেটে তার মেয়ে তানিয়া আক্তার হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আনিসুর রহমান। হত্যাকা-ের দায় স্বীকার করে গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে তানিয়া। গত ২ নবেম্বর সকালে বিরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে চাঁনতারার গলাকাটা মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। নিহত চাঁনতারা জেলার নবীনগর উপজেলার সেমন্তঘর এলাকার খলিল মিয়ার স্ত্রী। হত্যাকা-ের ঘটনায় চাঁনতারা বেগমের ভাই জাকির হোসেন সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এসপি আনিসুর রহমান জানান, দুই বছর আগে খলিল-চাঁনতারার দ্বিতীয় সন্তান হাসান (১৪) নিখোঁজ হয়। এর ফলে ছেলের জন্য মানসিকভাবে ভেঙ্গে পড়েন চাঁনতারা। গত শনিবার ভোরে খলিল মিয়া ফজর নামাজ আদায় করতে মসজিদে চলে যান। এ সময় চাঁনতারা বাড়ির বাইরে চলে যেতে চাইলে তানিয়া তাকে ঘরে এনে ঘুমানোর জন্য বলে। কিন্তু চাঁনতারা না ঘুমিয়ে বটি দা এনে তানিয়াকে বলেন ‘নে আমারে মাইরালা’। তখন তানিয়া রেগে গিয়ে বিরক্ত হয়ে ওই দা দিয়ে গলায় টান দেয়। পরবর্তীতে প্রচুর রক্তক্ষরণ হয়ে চাঁনতারা মারা যান। চট্টগ্রামে ৫শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় পরিচালিত অভিযানে উচ্ছেদ হয়েছে প্রায় ৫শ অবৈধ স্থাপনা। এতে উদ্ধার হয়েছে সাড়ে ৩ একর জায়গা। সোমবার এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় এ অভিযান শুরু হয়, যা চলে বিকেল পর্যন্ত। অভিযানে অপসারিত হয়েছে প্রায় ৫০০ স্থাপনা, যেগুলো অবৈধভাবে গড়ে উঠেছিল।
×