ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাকা নিয়ে দ্বন্দ্ব ॥ বরিশালে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

প্রকাশিত: ১১:৪৭, ৫ নভেম্বর ২০১৯

টাকা নিয়ে দ্বন্দ্ব ॥ বরিশালে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নগরীতে এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকার কসাই বাড়ির পুল সংলগ্ন গোডাউনের সামনে। ছুরিকাঘাতে নিহত রুহুল আমিন (২৪) নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা এবং বাজার রোডের প্রিয় ভা-ারের কর্মচারী। তিনি ভোলা সদর উপজেলার ধীঘলদী গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। হামলাকারী সুমন আমনতগঞ্জ ইসলামিয়া কলেজের পেছনে মসজিদ সংলগ্নের বাসিন্দা মকবুল হোসেনের পুত্র এবং পেশায় সে একজন প্রাইভেটকার চালক। তার গ্রামের বাড়ি পটুয়াখালী। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু সোহাগ মিয়া জানায়, রুহুল আমিনের কাছ থেকে তার বন্ধু সুমন ২০ হাজার ধার নেয়। সোমবার সকালে রুহুল আমিন মোবাইল ফোনে সুমনের কাছে তার পাওনা টাকা ফেরত চায়। এ সময় তাদের মধ্যে বাগ্বিত-া হয়। পরবর্তীতে বিকেল সাড়ে তিনটার দিকে আমানতগঞ্জ কসাইবাড়ির পুল এলাকায় তাদের দেখা হয়। সেখানে পুনরায় তাদের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায় সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে রুহুল আমিনের হাতে ও গলায় কোপ দিয়ে সুমন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা সোহাগ ও রিপন মুমূর্ষু অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় একটি গ্যারেজে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। নিহত মোঃ নাহিদ (২০) ওই এলাকার মোঃ আবদুল্লাহ’র পুত্র। রবিবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। সিএমপির খুলশী থানা সূত্রে জানা যায়, আমবাগান মোড়ে একটি গ্যারেজে খুন হন নাহিদ। তিনি পেশায় একজন অটোরিক্সার মিস্ত্রি। বসবাস করছিলেন আমবাগান এলাকায়। খুনী মোঃ সোহেল (২২) তারই বন্ধু। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এই খুনের ঘটনা ঘটে। কুড়িগ্রামের ছাত্র স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে এক নূরানী মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পুটিমারি বহরের হাট এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় রেজাউল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মাদ্রাসা ছাত্রের নাম শাকিল (৮)। সে একই ইউনিয়নের হাটি থানা বাঁধ রাস্তা এলাকার আব্দুল কাদের- কহিনূর বেগম দম্পতির ছেলে। সে একই এলাকার আলহাজ মরহুম রজব উদ্দিন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫)। এ ঘটনায় বড় ভাই নূর আলমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আশরাফুল ও তার ভাই নূরের বাড়ি নগরীর শেখেরচক মহল্লায়। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান আশরাফুল। এ ঘটনায় তার মেয়ে নাইয়াতুল জান্নাতি (১৮) বাদী হয়ে চাচা নূর আলমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
×