ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্র ও আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত: ১১:৪৭, ৫ নভেম্বর ২০১৯

সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্র ও আওয়ামী লীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম নাজমুল ইসলাম ফাহিম (১৫)। সে মঙ্গলচ-ী নিশি কান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সোমবার দুপুর ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। জানা যায়, জেএসসি পরীক্ষার্থীদের সঙ্গে বাইসাইকেলযোগে তাজপুর ডিগ্রী কলেজ সেন্টারে এসেছিল ফাহিম। পরীক্ষা শেষে কলেজের সামনে দ্রুতগতির একটি লোকাল মিনিবাস বাইসাইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। বাসটি আটক করা হয়েছে। অন্যদিকে ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় আওয়ামী লীগ নেতা রফিক মিয়া (৫৫) নিহত হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উলুপাড়া গ্রামের মৃত একরাম মিয়ার ছেলে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কদমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ওসমানীনগর কদমতলা নামক স্থানে গেলে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে তাকে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে ইসলাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার আড়াইহাজার-গোপালদী সড়কের ফতেপুর ইউনিয়নের দক্ষিপাড়া (ঝোলাপাড়া) এলাকায়। নিহত ইসলাম মিয়া তার জেএসসি পরীক্ষার্থী ছেলে নাসিরকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে ইসলাম মিয়া তার জেএসসি পরীক্ষার্থী ছেলে নাসিরকে নিয়ে হেটে কেন্দ্র যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ইসলাম মিয়াকে ধাক্কা দেয়। এতে ইসলাম মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ইসলাম মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×