ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএসইর ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

প্রকাশিত: ১১:৪৩, ৫ নভেম্বর ২০১৯

ডিএসইর ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

অর্থনৈতিক রিপোর্টার ॥ মতিঝিল থেকে নিকুঞ্জের নতুন ঠিকানায় গিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। ৬০ বছরের বেশি সময়ের পর গত ১ অক্টোবর থেকে নতুন ভবনে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে তারা। তবে আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। মতিঝিল থেকে নিকুঞ্জের নতুন ঠিকানায় গিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। ৬০ বছরের বেশি সময়ের পর গত ১ অক্টোবর থেকে নতুন ভবনে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে তারা। তবে আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারের উন্নয়ন ও আন্তর্জাতিক মানের স্টক এক্সচেঞ্জ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ঢাকার নিকুঞ্জে স্বল্প মূল্যে ৪ বিঘা জমি বরাদ্দ দিয়েছেন। জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারহোল্ডারদের কোন ধরনের লভ্যাংশ না দিয়ে ২০১৮ সালে ‘জেড’ গ্রুপ বা পচা কোম্পানির তালিকায় নাম লেখানো জিবিবি পাওয়ার এবার শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা করে পাবেন। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা তুলে ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জিবিবি পাওয়ার ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়।
×