ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীন গেলেন চসিক মেয়র

প্রকাশিত: ১১:৪১, ৫ নভেম্বর ২০১৯

চীন গেলেন চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সোমবার চীনের উদ্দেশে যাত্রা করেছেন। সকালে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিকেলে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের কুনমিংয়ের উদ্দেশে রওনা হন। তার নেতৃত্বে ৫ সদস্য একটি প্রতিনিধিদল রয়েছে। মেয়রের সফরসঙ্গী হয়েছেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও ভূ-সম্পত্তি কর্মকর্তা এখলাচুর রহমান। ভিয়েনায় জেলহত্যা দিবস পালন সংবাদদাতা, ভিয়েনা, অস্ট্রিয়া থেকে ॥ জেলহত্যা দিবস স্মরণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মারিসেমেলগাসে রবিবার এক শোকসভা অনুষ্ঠিত হয়। অস্ট্র্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর ও অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নাহীদ সুলতানা নাসরিন। বক্তব্য রাখেন, অস্ট্র্রিয়া আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, আহমেদ ফিরোজ, সাইফুল ইসলাম জসিম, মাহবুব খান শামীম প্রমুখ।
×