ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পলকের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিত: ১১:৪১, ৫ নভেম্বর ২০১৯

পলকের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বব্যাংকের ১২ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আগারগাঁও-এ আইসিটি টাওয়ারে বৈঠক করেছেন। বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের নির্বাহী পরিচালক গেইর হারডির নেতৃত্বে বিশ্বব্যাংকের কর্মকর্তা ডিজে নর্ডকুইস্ট, প্যাট্রিজিয়ো পাগানো, জর্জ শ্যাবেজ পেরেসা, জিন কডি, হার্ভডি ভেলেরকসহ ১২ সদস্য পৃথক বক্তব্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগরে উর্ধতন কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিসিসি নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, এলআইসিটি প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম ও কম্পোনেন্ট টিম লিভার সামি আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, একদশক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প-২০২১ ঘোষণা করেন। যাত্রাবাড়ীতে নববধূর আত্মহত্যা স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে এক নববধূ আত্মহত্যা করেছে। এদিকে ডেমরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে শাপলা আক্তার (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। নিহতের স্বামী নাম সোহেল মোল্লা। তিনি যাত্রাবাড়ী শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় সপরিবারে থাকতেন। নিহতের স্বামী সোহেল মোল্লা জানান, আট মাস আগে তাদের বিয়ে হয়। তিনি জানান, রবিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাপলা অভিমান করে একই এলাকায় তার বাবা আক্তার হোসেনের বাড়িতে চলে যান। বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু ॥ রাজধানীর ডেমরার কোনাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আকবর হোসেন (৫৫) নামে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। নিহত আকবর হোসেনের বাড়ি কেরানীগঞ্জে।
×