ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ॥ পাঁচ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশিত: ১১:৪১, ৫ নভেম্বর ২০১৯

নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ॥ পাঁচ সদস্যের তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে ॥ নগরীর এক নম্বর বাবুলাইল তাঁতিপাড়ায় চারতলা ভবন ভেঙ্গে খালের ওপর পড়ে যাওয়ার ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও উদ্ধারকর্মীরা নিখোঁজ শিশু ইফতেখার আহমেদ ওয়াজেদকে উদ্ধার করতে পারেনি। এতে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, উদ্ধারকর্মীরা নানাভাবে সময় ক্ষেপণ করার কারণে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা যাচ্ছে না। ভবন দুর্ঘটনায় নিহত শিশু শোয়েবের লাশের দাফন রাতেই সম্পন্ন হয়েছে। ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। এদিকে, ভবন ভেঙ্গে পড়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানা আকতারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত ছিল। এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নগরীর বাবুরাইল ভবন ভেঙ্গে পড়ার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক রেহানা আকতারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×