ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া উদ্বোধন

প্রকাশিত: ১১:৪০, ৫ নভেম্বর ২০১৯

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ এবং মহড়া ‘কারাত-২০১৯’ সোমবার শুরু হয়েছে। চট্টগ্রামের বানৌজা ঈশা খানে এই প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি এয়ার ক্রাফটসহ উল্লেখযোগ্যসংখ্যক নৌ সদস্য এবং বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নেভাল এভিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করছেন। চট্টগ্রামের বানৌজা ঈশা খানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ওয়েস্টার্ন প্যাসিফিক কমান্ডের কমান্ডার লজিস্টিক গ্রুপ রিয়ার এডমিরাল মারে টাইন্স। নৌবাহিনী জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, যৌথ এ প্রশিক্ষণ ও মহড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যকার সর্ববৃহৎ মহড়া। বাংলাদেশ নৌবাহিনী ছাড়াও অন্যান্য উন্নত দেশের নৌবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র নৌবাহিনী বিভিন্ন সময়ে এ দ্বিপাক্ষিক মহড়াটি পরিচালনা করে থাকে। যৌথ এ মহড়াটি একটি যুগোপযোগী এবং আধুনিক নৌ প্রশিক্ষণ মহড়া। মহড়াটি মূলত দুটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে ২ হতে ৩ নবেম্বর পর্যন্ত প্রাক-প্রশিক্ষণ মহড়ার আওতায় বিভিন্ন প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ৪ হতে ৭ নবেম্বর পর্যন্ত বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে। এ মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সু-সম্পর্ক আরও উন্নত করা।
×