ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ হাইড্রোজেন উৎপাদন নিষিদ্ধ চায় সরকার

প্রকাশিত: ১১:১২, ৫ নভেম্বর ২০১৯

ঝুঁকিপূর্ণ হাইড্রোজেন উৎপাদন নিষিদ্ধ চায় সরকার

রশিদ মামুন ॥ ঝুঁকিপূর্ণ পন্থায় হাইড্রোজেন উৎপাদন নিষিদ্ধের সুপারিশ করে আজ মঙ্গলবার রূপনগর ট্র্যাজিডির তদন্ত প্রতিবেদন দিতে যাচ্ছে বিস্ফোরক পরিদফতর। তবে আপাতত গ্যাস বেলুন নিষিদ্ধ করার পক্ষে নয় পরিদফতর। তারা বলছে হাইড্রোজেন গ্যাসের বদলে কেউ হিলিয়াম ব্যবহার করে গ্যাস বেলুন ফোলাতে পারেন, অথবা কারখানায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাস দিয়েও বেলুন ফোলানো যেতে পারে। গত ৩০ অক্টোবর রূপনগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়। বিস্ফোরক পরিদফতর সে দিনই ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের মধ্যে গ্যাস বেলুন বিক্রেতা নিজেই হাইড্রোজেন উৎপন্ন করে বেলুন ফোলাচ্ছিল। পুরান সিলিন্ডারের ওপরের অংশে ঝালাই করে একটি ভাল্ব বসানো হয়েছিল। ওই ভাল্বে বিক্রেতা নিজেই একটি চাবি বসিয়ে বেলুন ফুলানোর কাজ করত।
×