ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিমান্ড শেষে কাউন্সিলর রাজীব কারাগারে

প্রকাশিত: ১১:১১, ৫ নভেম্বর ২০১৯

রিমান্ড শেষে কাউন্সিলর রাজীব কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ ১৪ দিনের রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ২১ অক্টোবর রাতে অস্ত্র ও মাদকের পৃথক মামলায় এ আসামির সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর ফজলুর রহমান রিমান্ড শেষে রাজীবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি রাজীবের পক্ষে এ্যাডভোকেট মেজবাহ উদ্দিনসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই লিয়াকত আলী জামিনের বিরোধিতা করেন।
×