ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০৯ শ্রেণী কক্ষ পাঠাগার স্থাপন

প্রকাশিত: ১১:১১, ৫ নভেম্বর ২০১৯

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০৯ শ্রেণী কক্ষ পাঠাগার স্থাপন

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ‘পঠন দক্ষতা ও পাঠাভ্যাস’ গড়ে তোলার লক্ষ্যে ৪০ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত হলো ৩০৯ শ্রেণীকক্ষ পাঠাগার। সোমবার রুম টু রিড বাংলাদেশের সাক্ষরতা কর্মসূচীর অন্তর্ভুক্ত ঢাকা জেলার নতুন বিদ্যালয়সমূহে এ শ্রেণীকক্ষ পাঠাগারের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের অধ্যাপক রহমত আলী, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইফতেখার হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর বদরুজ্জামান খান।
×