ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাড়ে ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১১:০৯, ৫ নভেম্বর ২০১৯

সাড়ে ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে দু’টি ইউনিয়নের সাড়ে ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বন্দর ও কলাগাছিয়া ইউনিয়নের এই গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে তিতাস গ্যাসের ওই পাইপলাইনগুলো থেকে যাতে আবার অবৈধ সংযোগ নেয়া না যায় সেগুলো সিলগালা করে দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে তিতাস গ্যাস সোনারগাঁ জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী জাফরুল আলমসহ বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা থেকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে তিতাসের লোকজন ভেকু দিয়ে বন্দর ইউনিয়নের তিনগাঁও প্রাণিসম্পদ হাসপাতালের সামনে সোনারগাঁ-নবীগঞ্জ রাস্তার পাশে গর্ত খুঁড়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সংযোগ থেকে তিনগাঁও, মিনারবাড়ি, পদুঘর, বেজেরগাঁও, চিনারদীসহ আশপাশের গ্রামের সাড়ে ৬ হাজার গ্যাস বিচ্ছিন্ন হয়েছে। এলাকাবাসী জানায়, ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিটি সংযোগ দিতে ক্ষমতাসীন দলের লোকেরা ৭০/৮০ হাজার টাকা করে নেয় বলে তারা অভিযোগ করেন। তিনগাঁও এলাকায় গ্যাসের মেইন পাইপ থেকে ৪ ইঞ্চি ও ২ ইঞ্চি পাইপ দিয়ে গ্রামে অবৈধ গ্যাস সংযোগ ছড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের লোকেরা। তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় ৪/৫ বছর ধরে এ সকল অবৈধ গ্যাস ব্যবহার করে যাচ্ছে গ্রামের মানুষ। এতে করে সরকারসহ গ্যাস কর্তৃপক্ষ কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার অভিযানের বিষয়টি স্বীকার করে বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে দুটি ইউনিয়নের সাড়ে ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুটি ইউনিয়নের কয়েক কিলোমিটার এলাকায় অবৈধভাবে পাইপলাইন বসিয়ে সংযোগ নেয়া হয়েছিল।
×