ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদ ভূঁইয়াকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১১:০৮, ৫ নভেম্বর ২০১৯

খালেদ ভূঁইয়াকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার খালেদ মাহমুদ ভূঁইয়াকে দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনা হয়েছে। সোমবার বিকেলে সেগুন বাগিচায় দুদকে আনার পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদও শুরু করেছেন সংস্থার কর্মকর্তারা। এর আগে বেলা ৩টায় সাদা একটি মাইক্রোবাসে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে দুদকের একটি দল খালেদকে নিয়ে আসে। কিছুক্ষণ দুদকের হাজতখানায় রেখে সোয়া ৩টায় তাকে জিজ্ঞাসাদের জন্য কক্ষে নিয়ে যান দুদক কর্মকর্তারা। এছাড়া একই অভিযোগের মামলায় সোমবারই ঠিকাদার জি কে শামীমকেও সকাল থেকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে খালেদকে গ্রেফতার করা হয়। তখন অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে খালেদের বিরুদ্ধে চারটি মামলা হয়। ওই মামলাগুলোতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে পাঠানো হয়েছিল কারাগারে। এর মধ্যেই ২১ সেপ্টেম্বর দুদকে মামলা করে খালেদের বিরুদ্ধে। ওই মামলায় তাকে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার অনুমতি আদালত থেকে নেয় দুদক। খালেদের বিরুদ্ধে মামলাটি করেছেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। মামলায় তার বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়। আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে আগেও একদিন জিজ্ঞাসাবাদ করে দুদক। সোমবার দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদের জন্য সকাল সাড়ে ১০টায় তাকে দুদকের কার্যালয়ে নেয়া হয়। উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, জি কে শামীম তার অবৈধ সম্পদের বিষয়ে এখনও খোলামেলা করে কোন তথ্য দিচ্ছেন না। কৌশলে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
×