ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘রাজারবাগ-৭১’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৯:০২, ৫ নভেম্বর ২০১৯

‘রাজারবাগ-৭১’ নাটকের মঞ্চায়ন

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘রাজারবাগ-৭১’ মঞ্চস্থ হয়েছে। প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা শীর্ষক মঞ্চ নাটকটি শনিবার রাতে ট্রেনিং সেন্টারের মাল্টিপারপাস শেডে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ মঞ্চস্থ করে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় প্রশিক্ষণরত পুলিশ সদস্য ও উপস্থিত সুধীজনদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মোঃ ময়নুল ইসলাম। এ সময় ব্রিগেডিয়ার জিয়াউল হক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আমাদের প্রত্যেককে স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করতে হবে। দেশকে ভাল বাসতে হলে দেশের মানুষকে ভাল বাসতে হবে বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন। অনুষ্ঠানের সভাপতি পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মোঃ ময়নুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চিরজাগরিক চেতনা থেকে আমরা যেন কখনও বিচ্যুত না হই। অপরাধ, জঙ্গীবাদ, দুর্নীতি ও মাদককে আমরা পরার্থ করবই বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত এদীপা লোনা। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ পুলিশের ভূমিকা। একাত্তরের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানী হানাদার বাহিনী রাজধানী ঢাকায় যে বর্বোরিচিত হামলা চালায় তার প্রথম প্রতিরোধটি করেন রাজারবাগ পুলিশের দেশপ্রেমিক সদস্যরা। সেই প্রতিরোধ যুদ্ধে পুলিশের অনেক সদস্য শহীদ হন। হানাদার বাহিনীর বর্বোরিচিত অতর্কিত হামলা এবং তাদের প্রতিরোধ করতে দেশপ্রেমিক পুলিশ বাহিনীর ভূমিকার সেই চিত্রটিই মূলত ‘রাজারবাগ ৭১’ নাটকে ফুটে ওঠে।
×