ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুবকের লাথিতে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৯:০০, ৫ নভেম্বর ২০১৯

যুবকের লাথিতে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় জমির সীমানা নির্ধারণের সময় প্রতিবেশীর লাথিতে মইনউদ্দীন গাজী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার পদ্মপুকুর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে তোফাজ্জেল হোসেন গাজী বলেন, প্রতিবেশী ইসহক আলীর সঙ্গে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। ইসহক আলী জোরপূর্বক তাদের জমি দখল করে যাতায়াতে পথ সরু করে রেখেছিল। সোমবার সকালে ওই জমির সীমানা নির্ধারণের সময় আশাদুল ইসলাম তার পিতাকে লাথি মেরে রাস্তা থেকে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আমি ঘটনাস্থলে গেলে নুর ইসলাম আমাকে দা নিয়ে কোপাতে আসে। পরিবহন আইন বিষয়ক সভা নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৪ নবেম্বর ॥ নিরাপদ সড়ক পরিবহন আইন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বিষয়ে বাস, মিনিবাস, ট্রাক, মোটরসাইকেল, অটোবাইক মালিক, চালক, শ্রমিক, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সড়ক ও জনপদ অধিদফতর নির্বাহী প্রকৌশলী মাসুদ মামুন সুজন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক আইয়ুব আনছারী প্রমুখ।
×