ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে তিন দালাল আটক

প্রকাশিত: ০৮:৫৯, ৫ নভেম্বর ২০১৯

চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে তিন দালাল আটক

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৪ নবেম্বর ॥ বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযানে ভ্রাম্যমাণ আদালত দালাল চক্রের ৩ সদস্যের কারাদ- দেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী ও কুষ্টিয়া সার্কেলের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী জানান, চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহণকারীদের কাছ থেকে সরকারী ফি ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার ইমরান, কেদারগঞ্জপাড়ার উজ্জ্বল হোসেন ও সাদেক আলী মল্লিকপাড়ার আশরাফুজ্জামান বকুলকে আটক করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত তাদের ৩ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে। ইটভাঁটির মাটির স্তূপ ধসে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৪ নবেম্বর ॥ জীবননগর উপজেলার বাঁকা গ্রামে ইটভাঁটির স্তুপ করা মাটি চাপা পড়ে জিহাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পার্শ¦বর্তী বাঁকা গ্রামের আঁশতলাপাড়ার তরিকুল ইসলামের ছেলে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিহত জিহাদের বাবা তরিকুল ইসলাম বাঁকা গ্রামের এএমজেএন ইটভাঁটির শ্রমিক। ওই ইটভাঁটির মাটির স্তুপের পাশে জিহাদসহ ৩ শিশু খেলা করার সময় হঠাৎ মাটি ধসে তারা মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় শ্রমিকরা অন্য ২ শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেও জিহাদকে মুমূর্ষু অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×