ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুদিনেও নদীতে নিখোঁজ ছাত্র হিমেলের সন্ধান মিলেনি

প্রকাশিত: ০৮:৫৯, ৫ নভেম্বর ২০১৯

দুদিনেও নদীতে নিখোঁজ ছাত্র হিমেলের সন্ধান মিলেনি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দুদিনেও দমকল বাহিনীর ডুবুরিরা শত চেষ্টা করেও নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিএ অনার্সের ছাত্র ও গার্মেন্টস কর্মী হিমেলের মরদেহ উদ্ধার করতে পারেনি। জানা গেছে, রবিবার বিকেল সাড়ে চারটায় ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীর সাঁড়া ব্লক ঘাটে দুলা ভাইয়ের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে বিএ অনার্সের ছাত্র ও গার্মেন্টস কর্মী হিমেল (২২)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর আবেদের ঘাট এলাকার আতাহার প্রামাণিকের একমাত্র ছেলে। গত শনিবার সকালে হিমেল বাড়ি থেকে বড় বোনের বাড়ি সাঁড়া ব্লক ঘাট এলাকায় বেড়াতে আসে। বোনের বাড়িতে বেড়ানো শেষে রবিবার বিকেলে দুলাভাই শুকুর আলী মাঝির সঙ্গে নৌকা যোগে পদ্মা নদী পার হওয়ার সময় ব্লক ঘাটের নিকট হঠাৎ করে হিমেল নৌকা থেকে নদীতে পড়ে যায়। বদরগঞ্জে জেএসসির প্রশ্নপত্রসহ যুবক আটক ॥ কারাদ- সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৪ নবেম্বর ॥ বদরগঞ্জে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মিরাজ হোসেন নামে এক যুবকের এক বছর বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ম-লেরহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সোমবার ইংরেজী পরীক্ষা চলাকালে কলেজিয়েট হাইস্কুল পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে প্রশ্নপত্রসহ পুলিশ তাকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম বলেন, কে প্রশ্নপত্র বাইরে সরবরাহ করেছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও ক্লু পাওয়া গেছে। কারণ পরীক্ষা কেন্দ্রের ১০৬নং কক্ষে একটি প্রশ্নপত্র কম ছিল। ধারণা করা হচ্ছে ওই প্রশ্নপত্রটি কেউ সরিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছে।
×