ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে সন্ত্রাসী হামলায় শ্রমিক আহত

প্রকাশিত: ০৮:৫৮, ৫ নভেম্বর ২০১৯

আমতলীতে সন্ত্রাসী হামলায় শ্রমিক আহত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৪ নবেম্বর ॥ বরগুনার আমতলী উপজেলার সেকান্দার খালী এলাকায় জিমি ব্রিকসে সন্ত্রাসীদের হামলায় শ্রমিক রফিক আকন আহত হয়েছে। আহত রফিককে আমতলী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। ঘটনা ঘটেছে সোমবার সকালে। জানা গেছে, ২০১৪ সালে উপজেলার সেকান্দারখালী এলাকায় আবুল বাশার নয়ন মৃধা জিমি ব্রিকসে নির্মাণ করে। সোমবার সকালে ওই ব্রিকসে শ্রমিক রফিক আকনসহ ১০/১৫ শ্রমিক কাজ করছিল। ওই বেলা সাড়ে ১১টার দিকে সুমী তালুকদার তার নিজের জমি দাবি করে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে কাজে বাধা দেয়। এ নিয়ে সুমী ও তার ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায় রাব্বিসহ ৭/৮ সন্ত্রাসী শ্রমিক রফিককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা রফিককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শী জামাল প্যাদা ও রাজিব বলেন, সুমী তালুকদার ৭/৮ জনের একটি ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে কাজে বাধা দেয়। শ্রমিক রফিক তাদের বাধা উপেক্ষা করে কাজ করলে সন্ত্রাসীরা তাকে লোহার রড দিয়ে পিটিয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, আহত রফিকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আহত রফিক বলেন, সুমী তালুকদার ৭/৮ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমাকে কাজ করতে নিষেধ করে। আমি মালিকের নির্দেশ ছাড়া কাজ বন্ধ করতে পারব না বলে তাদের জানিয়ে দেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাকে লোহার রড দিয়ে পিটিয়েছে।
×