ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও চার নেতার জন্য মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৩:৩২, ৪ নভেম্বর ২০১৯

বঙ্গবন্ধু ও চার নেতার জন্য মিলাদ ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় রবিবার বাদ মাগরিব আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে শহীদ জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম ছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী শাজাহান খান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের ডাঃ অসীত বরণ রায়, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলের শুরুতে শহীদ এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
×