ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে চলন্ত বাসে কিশোরী অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ হেলপার ও কন্ডাক্টর গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৮, ৪ নভেম্বর ২০১৯

 শ্রীপুরে চলন্ত বাসে  কিশোরী অভিনেত্রীকে  ধর্ষণের চেষ্টা ॥ হেলপার ও কন্ডাক্টর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে চলন্তবাসে ধর্ষণের চেষ্টাকালে অভিনেত্রী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাসের কন্ডাক্টর ও হেলপারকে গ্রেফতার এবং বাসটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুরের ফুলবাড়ি থানার আমড়া গ্রামের কবির হোসেনের ছেলে জুয়েল (২৮) ও নেত্রকোনার কেন্দুয়া থানার চন্দনকান্দি গ্রামের আলতু মিয়ার ছেলে আশিক (২২)। তারা গাজীপুর সিটি সার্ভিস চ্যাম্পিয়ন পরিবহন বাসের চালকের সহকারী। মাওনা হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক কিশোরীর বরাত দিয়ে জানান, কিশোরীটি ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে বিনোদনমূলক শর্টফিল্ম ও ছোট নাটিকাসহ নানা ধরনের অনুষ্ঠানে কাজ করে। সে ঢাকা থেকে গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যাচ্ছিল। পথে শনিবার রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা মোড় থেকে মাওনাগামী গাজীপুর সিটি সার্ভিস চ্যাম্পিয়ন পরিবহনের একটি মিনি বাসে ওঠে ওই কিশোরী। কিছুদূর যাওয়ার পর যান্ত্রিকত্রুটির কথা বলে ওই কিশোরী বাদে অন্য যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয় বাসের শ্রমিকরা। পরে গন্তব্যস্থলে নামিয়ে দেয়ার কথা বলে বাসের চালক-হেলপার ও কন্ডাক্টর বিভিন্ন সড়ক ঘুরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তার উড়াল সেতুর ওপর নিয়ে যায় কিশোরীটিকে। চালক সেতুর ওপর দিয়ে বাসটিকে ধীরগতিতে চালাচ্ছিল। এসময় ওই চলন্ত বাসের ভেতরে শ্রমিকরা কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে কিশোরীটি পা দিয়ে বাসের জানালার কাঁচ ভেঙ্গে ফেলে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। পথচারীরা এ ঘটনা দেখতে পেয়ে মাওনা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত পরিবহনের দু’শ্রমিককে আটক করে। তবে ঘটনার সময় গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে।
×