ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এজতেমা মাঠের প্রস্তুতির কাজ উদ্বোধন যুব প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ১০:৫৮, ৪ নভেম্বর ২০১৯

 এজতেমা মাঠের  প্রস্তুতির কাজ উদ্বোধন যুব  প্রতিমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৩ নবেম্বর ॥ বিশ্ব এজতেমা মাঠের প্রস্তুতির কাজ রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রস্তুতি কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যুব প্রতিমন্ত্রী বলেন, এবারও বিশ্ব এজতেমা অনুষ্ঠানে দু’পক্ষকে একত্রিত করে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি সুষ্ঠুভাবে এজতেমা আয়োজন এবং সম্পন্ন করার আহ্বান জানিয়ে এজতেমা মুরব্বিদের উদ্দেশে বলেন, সংযত মনোভাব এবং সহমর্মিতার মাধ্যমে কোন বিশৃঙ্খলার মধ্যে না গিয়ে ইসলামের দাওয়াত চালিয়ে যাওয়াই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, মুফতি মাসুদুল করিম, ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খন্দকার, মুফতি লেহাজ উদ্দীন, মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা জাকির হোসেন প্রমুখ।
×