ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবি উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ দুদককে তদন্তের আহ্বান টিআইবির

প্রকাশিত: ১০:৫৭, ৪ নভেম্বর ২০১৯

 জাবি উন্নয়ন প্রকল্পে  দুর্নীতির অভিযোগ  দুদককে তদন্তের  আহ্বান  টিআইবির

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ দুদককে তদন্তের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে অবৈধ লেনদেনের জন্য অভিযুক্ত উপাচার্যকে স্বপ্রণোদিত হয়ে সাময়িক পদত্যাগের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের উদ্ধৃতি দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রমে সরাসরি অবৈধ আর্থিক লেনদেনসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দুই শীর্ষ নেতাকে অপসারণ একটি ইতিবাচক পদক্ষেপ ছিল। কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এই উদ্যোগ যথেষ্ট নয়। কারণ অপসারিত নেতাদের প্রযোজ্য আইনী প্রক্রিয়ায় জবাবদিহিতার আওতায় আনা হয়নি।
×