ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তথ্য গোপনের দায়ে বগুড়ায় দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১০:৫৩, ৪ নভেম্বর ২০১৯

 তথ্য গোপনের দায়ে বগুড়ায় দম্পতির  বিরুদ্ধে দুদকের  মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় এক দম্পতির বিরুদ্ধে ৮ কোটি ৩০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন(দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ে রবিবার পৃথক দু’টি মামলা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলো বগুড়া শহরের জলেশ্বরীতলা বনমালী দেব লেনের বাসিন্দা আল ফারাবি মোঃ নুরুল ইসলাম ও তার স্ত্রী আকলিমা খাতুন। তাদের স্থায়ী ঠিকানা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রাম। দুদক সূত্র জানায়, সে বিএড, বিপিএডসহ একাধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুলে জাল সার্টিফিকেটের ব্যবসা করত বলে অভিযোগ রয়েছে। তবে দুদক নূরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে। দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে বিকেলে এই মামলা দায়ের করে।
×