ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন সড়ক আইন বিষয়ে পাঁচ শতাধিক কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ

প্রকাশিত: ১০:৪৮, ৪ নভেম্বর ২০১৯

  নতুন সড়ক আইন বিষয়ে পাঁচ শতাধিক কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ নতুন সড়ক আইনে কিভাবে সার্জেন্টরা ডিউটি পালন করবেন সেজন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। সড়ক পরিবহন আইন ’১৮-এর বিভিন্ন ধারা সম্পর্কে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের এ প্রশিক্ষণের সময় আইনভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানার রশিদ দেয়ার নির্দেশ দেন উর্ধতন কর্মকর্তারা। শনিবার রাজারবাগ শিরুমিয়া মিলনায়তন, মিরপুরের পিওএম শহীদ এসআই (এবি) শাহজাহান মিলনায়তন ও বনানীতে এই ট্রেনিং কার্যক্রম চলে। ট্রেনিংয়ে ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি), টিআই ও সার্জেন্টসহ পাঁচ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
×