ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে মাগুরায় মানববন্ধন

প্রকাশিত: ১০:১৭, ৪ নভেম্বর ২০১৯

 সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে  মাগুরায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩ নবেম্বর ॥ রবিবার সন্ধ্যা ৭টায় মাগুরার সন্তান বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করেছে মাগুরাবাসী। মাগুরাবাসীর ব্যানারে মোমবাতি জ্বালিয়ে সাকিব আল হাসানের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মাগুরার ছেলে সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞার প্রতিবাদে মাগুরাবাসী ব্যানারে শহরের চৌরঙ্গী মোড়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করা হয়। এই সময় বিভিন্ন স্লোগানসহ ক্রিকেটার সাকিব আল হাসানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশ থেকে বলা হয়, সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় আজকের (রবিবার) ভারত-বাংলাদেশ খেলা তারা দেখছে না। তারা বলেন, নো সাকিব নো ক্রিকেট। উল্লেখ্য ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ি মাগুরা শহরের কেশব মোড় পশ্চিম পাড়ায়। তার বাবার নাম মাশরুর রেজা, পেশায় ব্যাংকার। মায়ের নাম শিরীন আখতার। তিনি গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে সাকিব বড়।
×