ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওসি মোয়াজ্জেমের জামিন নাকচ

সদরঘাটে প্রবেশ ফি কেন বাতিল হবে না ॥ হাইকোর্টের রুল

প্রকাশিত: ১০:১৭, ৪ নভেম্বর ২০১৯

 সদরঘাটে প্রবেশ ফি কেন বাতিল হবে না ॥ হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ সদরঘাটসহ বন্দর এলাকায় টার্মিনালে প্রবেশ ফি কেন বাতিল করা হবে না এবং প্রবেশ ফি ৫ টাকা ও ১০ টাকা নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা ৪০ কার্যদিবসে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সদরঘাটসহ বন্দর এলাকায় টার্মিনালে প্রবেশ ফি কেন বাতিল করা হবে না এবং প্রবেশ ফি ৫ টাকা ও ১০ টাকা নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু তালেব। এর আগে গত ২৬ অক্টোবর সদরঘাটসহ বন্দর এলাকায় টার্মিনালে প্রবেশের ফি ৫ টাকা ও ১০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দাফতরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। ওসি মোয়াজ্জেমের মামলা ৪০ দিনে শেষ করার নির্দেশ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা ৪০ কার্যদিবসে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের কারণে ৪০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে ওসি মোয়াজ্জেমের জামিন বিবেচনা করতে বলা হয়েছে। রবিবার ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। আদালতে মোয়াজ্জেমের পক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ ও রানা কাওসার। নুসরাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
×