ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লোকমান ভূঁইয়া ফের ৭ দিনের রিমান্ডে, সেলিমের রিমান্ড শুনানি ১৩ নবেম্বর

প্রকাশিত: ১০:১৬, ৪ নভেম্বর ২০১৯

 লোকমান ভূঁইয়া ফের ৭ দিনের রিমান্ডে, সেলিমের রিমান্ড শুনানি ১৩ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ আবারও ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করে আদালত। রবিবার শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। একইসঙ্গে দেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের রিমান্ড শুনানির জন্য আগামী ১৩ নবেম্বর দিন ধার্য করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম লোকমানকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। অপর আসামি সেলিম প্রধান অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য সেলিমের রিমান্ড শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী। বিচারক এ আবেদনও মঞ্জুর করেন। লোকমানের পক্ষের আইনজীবী মকবুল হোসেন ফকির রিমান্ড বাতিলের আবেদন করেন। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল রিমান্ডের দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ডের আদেশ দেন। গত ২৭ অক্টোবর লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৫ সেপ্টেম্বর লোকমান হোসেনকে রাজধানী তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‌্যাব। এ সময় তার বাড়িতে বিপুল মাদকদ্রব্য পাওয়া যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ সেপ্টেম্বর সেলিম প্রধানকে আটক করে পুলিশ।
×