ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খোকাকে দেশে আনতে সরকারের সহায়তা চায় বিএনপি

প্রকাশিত: ১০:১৬, ৪ নভেম্বর ২০১৯

খোকাকে দেশে আনতে  সরকারের সহায়তা চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ, যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দেশে আনতে সরকারের সহায়তা চায় বিএনপি। রবিবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কাছে দলের পক্ষ থেকে এ সহযোগিতা চেয়েছেন। ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা খোকার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে কান্নাজড়িত কণ্ঠে বলেছেন দেশের মাটিতেই যেন নিজের কবর হয়। আজও তার ছেলে ইশরাক হোসেন ফোন করে এ কথা বলেছে। তাই ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এ ইচ্ছা আমরা পূরণ করতে চাই। কিন্তু কিছু সমস্যার কারণে সরকারের সহযোগিতা ছাড়া তিনি দেশে ফিরে আসতে পারছেন না। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই। বিএনপি মহাসচিব বলেন, খোকা দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন। তাই চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সাদেক হোসেন খোকা আগেই বলেছেন, যদি অসুস্থ না থাকতেন, প্রতি সপ্তাহে মনিটর করতে ডাক্তারের কাছে যদি যেতে না হতো, তাহলে দেশে ফিরে মামলা মোকাবেলা করতেন, দেশের মানুষের সঙ্গে থাকতেন, প্রয়োজনে জেলে যেতেন। তাই আমরা চাই খোকা যেন সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, তিনি যেন দেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় সেই ব্যবস্থা করা উচিত। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি তাদের কোপানলে পড়েন। তাকে মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয় এবং তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। নিউইয়র্কে গিয়েও কয়েকবার তার সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে বলেছেন, যদি অসুস্থ না থাকতেন তাহলে দেশে ফিরে আসতেন। আমরা তার শেষ আশা পূরণ করতে চাই। মির্জা ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমরা জানি যে মানুষটি শুধু ঢাকা মহানগর নয়, সারাদেশে জাতীয়তাবাদী রাজনীতি যারা বিশ্বাস করেন তাদের কত প্রিয় মানুষ। যিনি আমাদের ঢাকা মহানগরের সকল নেতাকর্মীর কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমার মনে হয় বিএনপির এমন কোন নেতাকর্মী নেই যাদের প্রয়োজনে এগিয়ে আসেননি সাদেক হোসেন খোকা। ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অত্যন্ত অসুস্থ, দলের নেতা শাহজাহান সিরাজও অত্যন্ত অসুস্থ। এভাবে আমাদের যারা বয়স্ক নেতাকর্মী আছেন তারা এখন অসুস্থ হয়ে পড়ছেন। তাদের সবার জন্য এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাই। এ ছাড়া অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান, দলের নেতা নবী উল্লাহ নবী, আব্দুল মতিন, জিএম শামসুল হক প্রমুখ। ছাত্রদলের পদপ্রত্যাশী বিবাহিত নেতাদের অনশন ভাঙ্গালেন ফখরুল ছাত্রদলের পদপ্রত্যাশী বিবাহিত নেতাদের অনশন ভাঙ্গালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান তিনি। উল্লেখ্য, ছাত্রদলের নতুন কমিটিতে স্থান পেতে বুধবার থেকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনশন কর্মসূচী পালন করে আসছিল সংগঠনের বিবাহিত নেতারা। অনশন ভঙ্গ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংগঠনের সাবেক স্কুলবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের নতুন কমিটিতে স্থান দেয়ার আশ্বাস দিয়ে তাদের অনশন ভঙ্গ করিয়েছেন। এ বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান। আমরা বিএনপি মহাসচিবের কথায় আশ্বস্ত হয়েছি, তাই অনশন ভঙ্গ করেছি।
×