ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডকে সমতায় ফেরালেন স্যান্টনার

প্রকাশিত: ১০:০৫, ৪ নভেম্বর ২০১৯

 নিউজিল্যান্ডকে সমতায় ফেরালেন স্যান্টনার

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে বিশ্বকাপের আলোচিত সেই ফাইনালের পর প্রথমবারের মতো মুখোমুখি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। লর্ডসে নির্ধারিত ম্যাচের পর সুপার ওভারও টাই হলে বাউন্ডারি সংখ্যায় শিরোপা জিতেছিল ইংলিশরা। এবার ফরমেট ভিন্ন। পাঁচ ম্যাচের টি২০ খেলতে নিউজিল্যান্ডে ইয়ন মরগানের দল। বেন স্টোকস, জোফরা আর্চার, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট- দু’দলের চার তারকা অনুপস্থিত। কিন্তু লড়াইটা হচ্ছে সেয়ানে-সেয়ানে। প্রথম ম্যাচে দাপুটে জয়ে এগিয়ে গিয়েছিল ইংলিশরা। দ্বিতীয় ম্যাচেই ১-১এ সমতায় ফিরেছে টিম সাউদির নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের ঘূর্ণি জাদুতে তারা ইংল্যান্ডকে হারিয়েছে ২১ রানে। ওয়েলিংটনে রবিবার ৮ উইকেটে ১৭৬ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে নিউজিল্যান্ড। জবাবে ১ বল আগে ১৫৫ রানে অলআউট হয় ওয়ানডের চ্যাম্পিয়ন ইংলিশরা। ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা স্যান্টনার। নেলসনে সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার। টস জিতে ফিল্ডিং নেয়া ইংলিশদের শুরুটা মন্দ ছিল না। বিপজ্জনক কলিন মুনরোকে (৭) দ্রুত ফেরান স্যাম কুরান। এরপর প্রতিপক্ষের বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ছোট কিন্তু কার্যকরী জুটিতে এগোতে থাকে স্বাগতিকরা। ঝড় ওঠে মার্টিন গাপটিলের ব্যাটে। ৩ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪১ রান করেন তারকা ওপেনার। তার আগে সেইফার্টকে (১৬) ফেরান অভিষিক্ত সাকিব মাহমুদ। তবে ২২ বছর বয়সী এই ডানহাতি মিডিয়াম পেসার বাকি সময়ে ছিলেন বেশ খরুচে। ১২ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৮ রান করা কলিন ডি গ্র্যান্ডহোমকে ফেরান আগের ম্যাচে অভিষেক হওয়া পেসার লুইস গ্রেগরি। থিতু হওয়া রস টেইলরকে (২৪ বলে ২৮) ঝড় তুলতে দেননি ক্রিস জর্ডান। দরুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে এই পেসার শেষ দিকে নেন আরও দুই উইকেট। সুবিধা করতে পারেননি ড্যারিল মিচেলও (৫)। তবে শেষ দিকের দাবি মেটান জিমি নিশাম। ইনিংসের শেষ বলে জর্ডানের শিকার হওয়ার আগে ৪ ছক্কা ও ২ চারে খেলেন ২২ বলে ৪২ রানের ইনিংস। জবাবে শুরুতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। প্রথম বলেই জনি বেয়ারস্টোকে (০) তুলে নেন সাউদি। পরের ওভারে জেমস ভিন্সকে (১) ফেরান ইশ সোধি। অধিনায়ক মরগান চেষ্টা করেছেন প্রতি আক্রমণের। তবে তিনটি করে ছক্কা-চারে ১৭ বলে ৩২ রান করে তিনিও সোধির শিকার হলে চাপ বাড়ে ইংলিশদের। স্পিন ফাঁদে আটকে স্যাম বিলিংস (৮) ও কুরান (৯) ফেরেন দ্রুতই। ডেভিড মালান ২৯ বলে ৩৯ রান করে ফিরলে সফরকারীদের আশা কার্যত শেষ হয়ে যায়। রান ৬ উইকেটে ৯৩। শেষদিকে কিছুটা প্রাণ ফিরিয়েছিলেন ক্রিস জর্ডান। তবে তিনটি করে ছক্কা ও চারে তার ১৯ বলে ৩৬ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। স্কোর ॥ নিউজিল্যান্ড- ১৭৬/৮ (২০ ওভার; গাপটিল ৪১, মুনরো ৭, সেইফার্ট ১৬, ডি গ্র্যান্ডহোম ২৮, টেইলর ২৮, মিচেল ৫, নিশাম ৪২, সাউদি ৪*; স্যাম কুরান ২/২২, সাকিব মাহমুদ ১/৪৬, জর্ডান ৩/২৩)। ইংল্যান্ড- ১৫৫/১০ (১৯.৫ ওভার; বেয়ারস্টো ০, মালান ৩৯, ভিন্স ১, মরগান ৩২, বিলিংস ৮, স্যাম কুরান ৯, গ্রেগরি ১৫, জর্ডান ৩৬, রশিদ ৪, মাহমুদ ৪, ব্রাউন ৪*; সাউদি ২/২৫, ফার্গুসন ২/৩৪, স্যান্টনার ৩/২৫, সোধি ২/৩৭)। ফল ॥ নিউজিল্যান্ড ২১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ স্যান্টনার (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ম্যাচের টি২০ ১-১এ চলমান।
×