ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত

প্রকাশিত: ১০:০৪, ৪ নভেম্বর ২০১৯

 পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেললেন বাবর আজম। তবে সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে পাকিস্তানকে। পরিত্যক্ত হয়ে গেছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০। রবিবার বৃষ্টিতে বারবার বিঘ্ন ঘটা ইনিংসে ১৫ ওভারে পাকিস্তান তোলে ৫ উইকেটে ১০৭ রান। অধিনায়ক বাবর একাই করেন ৩৮ বলে অপরাজিত ৫৯। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৫ ওভারে ১১৯। অধিনায়ক এ্যারন ফিঞ্চের ব্যাটিং তা বে ৩.১ ওভারেই তারা ৪১ রান তুলে ফেলে কোন উইকেট না হারিয়ে। ৫ ওভার পূর্ণ হলেই জয়-পরাজয়ের সমীকরণ আসতো, অতি নাটকীয় কিছু না হলে জিতে যেত অস্ট্রেলিয়াই। কিন্তু সেই সময়টুকু মিলল না। বলতে গেলে বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে সফরকারীদের। সিডনির প্রকৃতি বেশি বঞ্চিত করল বুঝি নিজেদের দলকেই। অস্ট্রেলিয়া যে ছিল ম্যাচ জয়ের খুব কাছে। ক্যানবেরায় মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ। কেবল টি২০ নয়, এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হয়েছে বাবরের। বাড়তি দায়িত্বও টলাতে পারেনি টি২০ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানকে।
×